মেয়ে পটানোর নতুন নিয়ম বাংলা ’প’ এই সূত্র দিয়ে ।। মানুষকে ইমপ্রেস করার ইউনিক সূত্র ।। নতুন ফর্মূলা

হতাশা আর নয়! কোন মেয়েকে ইমপ্রেস করতে

পারেননা?

জীবনে একটা মেয়েকেও পটাতে পারেন নাই?

আপনার বন্ধু বান্ধব অনেকেই বিয়ে করে ফেলেছে কিন্তু

আপনি এখনো একটা মেয়েকে পটানোর মতো

একটা সহজ কাজ করতে পারলেন না?
মানুষকে ইমপ্রেস করুন সহজ সূত্র ‘প’ দিয়ে 💕

তবে এই ব্লগটি আপনার জন্য । আজকে লাভগুরু

আপনাদের যে টেকনিক শিখাবে তা আগে কখনোই

শিখেননি আপনারা । জীবনে অনেক সূত্র শিখেছেন

যেমন গনিতের সূত্র, বিজ্ঞানের সূত্র, পরিসংখ্যানের সূত্র

আরো কত কি! আজকে আপনাদের শিখাবো

বাংলার সূত্র । হবাক হয়ে যাচ্ছেন? হবারই কথা ! বাংলার

আবার কোনো সূত্র হয়?


হ্যাঁ , আমি আজকে সেই কঠিন ব্যাপারটিই সম্ভব করে

দেখাবো । চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।


আপনার কষ্ট করে একটা মাত্র অক্ষর মনে রাখতে হবে

আর সেটা হচ্ছে ’প’ । প দিয়ে হয় পছন্দ, পত্র, প্রশংসা,

পরামর্শ, প্রশ্ন, পথে দেখা ও প্রেম । এই ৭টি ধারা

আপনাদের মনে রাখতে হবে ।  সব কিছু মাথার উপর

দিয়ে যাচ্ছে ? 

নিচের চিত্রটি দেখুন



মেয়ে পটানোর নতুন নিয়ম
চিত্র:  কাউকে ইমপ্রেস করার ’প’ এর ইউনিক সূত্র








একটু অপেক্ষা করুন । আমি সব বুঝিয়ে দিচ্ছি ।

 



১। পছন্দ: প্রথমে আপনি একটা মেয়ের প্রতি দূর্বল হন

মানে ক্রাশ খান/ভালোলাগে তার কোনো একটা বৈশিষ্ট্য

দেখে, আর এইটাই হচ্ছে পছন্দ ।

ক্রাশ বা ভালোলাগা, ভালোবাসা আর প্রেমের মধ্যে

পার্থক্য

আছে কি? এখনো না জেনে থাকলে এখনি আমার

আরেকটি ব্লগ থেকে জেনে নিন এখানে ক্লিক করে


২। পত্র: পছন্দ হওয়ার পর মনের ভিতর জমানো কথা

প্রকাশ করার একটা মাধ্যম দরকার হয় ।

আর এই মাধ্যম যদি হয় চিঠি তবে তাতে তো আর কোন

কথাই থাকে না ।

এই ২ নং স্টেপ থেকেই মূল কাজ শুরু হয় জীবনসঙ্গী

করার ।


৩।  প্রশংসা: তার পর থেকে শুরু হয় একজন

আরেকজনের প্রশংসা করা ।

চুল, চেহারা, চোখ, ড্রেস, কথা ইত্যাদির প্রশংসা

শুরু হয়ে যায় । আজ তোমাকে সুন্দর লাগছে,

তোমার চুল অনেক লম্বা আরো শত শত প্রশংসা চলতে

থাকে । তবে আমার পক্ষ থেকে অনুরোধ  প্রশংসা করতে

করতে এই ধাপে কেউ মিথ্যে প্রশংসা করবেন না ।


৪। পরামর্শ: এই ধাপে সবাই হয়ে যায় শিক্ষক । যে

সারাজীবন শিক্ষকতা করে নাই তার ও শিক্ষক হতে

হবে এই ধাপে এসে ।

তুমি এই রংয়ের ড্রেস পড়বে, তুমি বেশি রাত জাগবে না,

তোমার ওইখানে যাওয়া ঠিক হবে না, কোনো

ছেলে বন্ধু রাখবে না, তুমি এখন থেকে নামায পড়বে ও

আরো কত কি পরামর্শ যে দেওয়া হয় সব বলে

শেষ করাও হয়তো যাবে না ।

 

৫। প্রশ্ন: প্রশ্ন কত ধরনের হতে পারে সেটার প্রকারভেদ

করার মত সময় আমার নেই । তবে কিছু কমন প্রশ্ন

যেমন: তোমার প্রিয় রং কি? তোমার প্রিয় গানের নাম কি?

তোমার প্রিয় খাবারের নাম কি?তোমার শখ কি?
কাল কখন ঘুমাতে গিয়েছো? খাবারে কি কি মেনু ছিলো?

একটা কাজ করতে বলেছিলাম সেটা কি করেছো?
... ইত্যাদি


৬। পথে দেখা: প্রেম করেন অথচো প্রিয় মানুষের জন্য

তার বাসার সামনে রাস্তায়, স্কুলের/কলেজের/

বিশ্ববিদ্যালয়/মাদরাসার সামনের রাস্তায় দাড়িয়ে না থেকে 

ইমপ্রেস করতে পেরেছে এমন মানুষ বোধহয় নেই ।


৭। প্রেম: সূত্রটির শেষ ধাপ হচ্ছে এটি । উপরের সব ধাপ

আপনি পার করতে পারলে আপনি পেয়ে যাবেন
আপনার জিনিস। মেয়ে পটে যাবে আমার ফর্মূলায় । 

সারা জীবন কত চেষ্টা করেও মেয়ে পটাতে পারলেন না 

আর  আজকে আমার ফর্মূলা প্রয়োগ করে আপনি সার্থক !


শেষে একটা অনুরোধ : মেয়েদের সাথে প্রতারণার নিয়তে

মেয়ে পটাবেন না । যাকে আপনি আসলেই পেতে

চান তার সাথে আমার সূত্রটি প্রয়োগ করবেন ।  

 


Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২ সেপ্টেম্বর, ২০২২ এ ৫:১৩ PM

    Wow guru

Add Comment
comment url