কিভাবে ভুলে যাবো কাউকে || ৪ টি কার্যকরী উপায় || যাকে ভুলে ভালবেসেছি তাকে ভুলবো কিভাবে?
আপনি কাউকে ভুলে থাকতে চাচ্ছেন আপনি কোনোভাবেই তাকে ভুলতে পারছেন না ?
![]() |
চিত্র- কিভাবে কাউকে ভুলে থাকবেন |
আপনি কাউকে সারা জীবনের জন্য ভুলে থাকতে চাচ্ছেন ! তাহলে ৪ টি কার্যকরী উপায় আপনার জন্য
তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে তার সম্পর্কে খারাপ কিছু চিন্তা করতে হবে যেমন তার একটা দোষ ত্রুটির কথা চিন্তা করতে হবে , ওই দোষ ত্রুটি বারবার মনে আনতে হবে তাহলে আপনি তাকে ভুলতে পারবেন।
তারপর তার নাম্বারটি আপনি মোবাইল থেকে ডিলিট করে দিবেন
এবং নতুন নাম্বার ব্যবহার শুরু করবেন । তার নাম্বার আপনি কখনো যদি মুখস্ত রাখেন তাহলে ওটা আপনার মন থেকে কিভাবে মুছে ফেলা যায় সেটার চেষ্টা করবেন ।
ক্রাশ বা ভালোলাগা, ভালোবাসা আর প্রেমের মধ্যে
পার্থক্য আছে কি? এখনো না জেনে থাকলে এখনি আমার
আরেকটি ব্লগ থেকে জেনে নিন এখানে ক্লিক করে
অনলাইনে মেসেঞ্জারে / ইমুতে / হোয়াটসঅ্যাপে এড থাকলে অবশ্যই তাকে ব্লক করে দিবেন ।
যদি ব্লক করার পরেও সে অন্য কোন আইডি দিয়ে আপনাকে মেসেজ দেয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি মেসেঞ্জার/ ইমো/যেকোন সোস্যাল একাউন্ট ডিলেট করে ফেলতে পারেন ।
অন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নতুন নাম্বার দিয়ে অথবা নতুন জিমেইল দিয়ে ।
সৃষ্টিকর্তার কথা স্মরণ করতে হবে, আপনার মৃত্যুর কথা স্মরণ করতে হবে ।
ইবাদতের দিকে মনোনিবেশ করতে হবে আপনার ইবাদতের দিকে মনোনিবেশ চলে আসলেই আপনার ওইদিকে অ্যাট্রাকশন টা কমে যাবে ।
আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে । আর যদি আপনি অন্য ধর্মের অনুসারী হয়ে থাকেন আপনার ধর্মগ্রন্থগুলো পড়তে হবে। ধর্মগ্রন্থগুলো একটা মানুষ যখন পড়বে ধর্মীয় গ্রন্থ পড়ার সাথে সাথে তার কিন্তু নৈতিক চরিত্রের অনেক উন্নতি ঘটবে ।
আপনি অন্য ধর্মের হয়ে থাকলে আপনার অবশ্যই আপনার ধর্মীয়গ্রন্থগুলো প্রত্যেকদিন সকালে পড়লেই আপনার এই দিকে একটা মনোযোগ চলে আসবে অন্য বিষয়ের উপর মনোযোগ কমে যাবে।
আজকে চলে যাচ্ছি দেখা হবে নতুন কোন এক পোষ্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ