ক্রাশ বা ভালোলাগা, ভালোবাসা আর প্রেমের মধ্যে পার্থক্য আছে কি? ভালোলাগা ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? ।। ভালোবাসা আর প্রেমের মধ্যে কি?
আমি সেই বিষয় নিয়ে কথা বলব যে বিষয়গুলো আপনাদের অজানা রয়েছে । তাহলে চলুন আমরা প্রেম কাকে বলে? প্রেমের সাথে ভালোবাসা আর ক্রাশের পার্থক্য কি? সেটা জেনে নেই ।
![]() |
ক্রাশ বা ভালোলাগা, ভালোবাসা আর প্রেমের মধ্যে পার্থক্য |
ভালো লাগা আর ক্রাশ কাকে বলে?
ভালো লাগা শব্দটা আমরা আজকে থেকে প্রায় ১০ বছর আগে বেশি ব্যবহার করতাম । এখন ভালো লাগা শব্দটা ইয়ং জেনারেশনের মাঝে তেমন একটা ইউজ করা হয় না । এখন ভালো লাগার পরিবর্তে ইউজ করা হয় ক্রাশ। তার মানে আমরা বুঝতে পারলাম ক্রাশের আর ভাললাগার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আপনারা বলতে পারেন ক্রাশের সঙ্গা কিভাবে দেওয়া যেতে পারে? হতে পারে কাউকে নতুন চোখের দেখাই আমরা ক্রাশ খেয়ে ফেলতে পারি, তার প্রতি আমরা দুর্বল হয়ে যেতে পারি, তাকে ভালো লাগতে পারে ।
তার মুখের হাসি দেখলে ভালো লাগতে পারে অথবা কোন একটা গুনের কারণে আমাদের তাকে ভাল লাগতে পারে । মানুষের চেহারা, মানুষের হাসি, মানুষের মুখের কথাগুলো সারা জীবন স্থায়ী হয় না বিধায় আপনি তার কোনো ভালো গুণ দেখে যদি তাকে পছন্দ করেন, সেটাই হবে সবথেকে দামি ভালোবাসা । তাহলে আমরা
বুঝতে পারলাম আমরা ক্রাশ খাই, ভালো লাগে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন মেয়ে বা ছেলে দেখলে । ক্রাশ জিনিসটা কখনোই চিরস্থায়ী হয় না, এমনকি সেটা আমাদের ধ্বংসের কারণ হতে পারে ।
আমরা সর্বদা চেষ্টা করব ক্রাশ থেকে দূরে থাকতে ।ক্রাশ বেশি খাওয়াটা ও একটা রোগ । আর ক্রাশকে তুলনা করা হয় কুকুরছানার সাথে । যেমন আপনি বিড়ালছানা বা কুকুরছানা দেখলেন, সাখে সাথে আপনার মন চাবে আমি বিড়াল বা কুকুর ছানাটাকে যদি পালতে পারতাম ! ক্রাশ জিনিসটা এরকমেরই হয় ।
এক মুহূর্তেই ভালো লাগবে কিন্তু যখন আপনারা অনেক বেশি একজন একজনকে ভালবাসতে যাবেন , তখন তার কোন একটা খারাপ কিছু দেখলে তখন তাকে ভাললাগবে না । মানুষকে পছন্দ করা ভালো বৈ খারাপ কিছু নয় কিন্তু প্রথম দেখাতে ভালো লাগা ! এটা অবশ্যই খারাপ ।
ভালোবাসা জিনিসটা কি?
ভালোবাসা জিনিসটা ক্রাশের পরেই আসে । আপনি কারো উপর ক্রাশ খেলেন, আপনার কাউকে খুবই ভালো লাগলো । সে ক্ষেত্রে আপনার ভালোলাগার পরেই আসবে হচ্ছে ভালোবাসা। তার মানে এই ভালোবাসা জিনিসটা আসলে ভালোলাগার পরেই আসে । যেমন আপনি আপনার পিতা-মাতা কে অনেক ভালোবাসেন । ভালোবাসা জিনিসটা শুধু এক পক্ষ থেকেও মাঝে মাঝে আসে, দুই পক্ষ থেকে নাও আসতে পারে ।
যেমন আমি আমার বিড়াল ছানা কে ভালবাসি সেক্ষেত্রে বিড়ালছানা আমাকে ভালো নাও বাসতে পারে । আমি জানিনা বিড়ালছানা আমাকে ভালবাসে কিনা । সে ক্ষেত্রে ভালোবাসা জিনিসটা পিতা-মাতা অথবা যে কোন জিনিসের উপরে আসতে পারে। ভালোবাসা জিনিসটা আসে হচ্ছে মানুষের ভালোলাগা থেকে অথবা শ্রদ্ধাবোধ থেকে।
ভালোবাসা কখনোই আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাবে না, ভালোবাসা স্থায়ী হয়, ভালোবাসা আপনাকে বাস্তবতা শেখায়, ভালোবাসা আপনাকে অনেক দুঃখ কষ্ট বুঝতে শেখায়, ভালোবাসা আপনাকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে শেখায় । ভালোবাসা অনেক সময় নিয়ে আসে, অনেক কিছু যাচাই করার পরে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে ভালবাসতে পারবে।
ভালোলাগা এগুলো খুব তাড়াতাড়ি আসতে পারে কিন্তু একজন আরেকজনকে চিরস্থায়ী ভালোবাসার জন্য কয়েক মাস অথবা কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে । আর সবাই ভালোবাসার যোগ্য ও হয় না । ভালোবাসা সবসময় মানুষ পজিটিভ ভাবে দেখে । প্রেম, বিয়ের আগে যেমন সবাই নেগেটিভ ভাবে নেয় তেমনি ভালোবাসা জিনিসটা সবাই পজিটিভ ভাবে নেয় । বিয়ের আগে একটা ছেলে অথবা একটা মেয়ে একজন একজনকে পছন্দ করতেই পারে । কাউকে ভালোবাসা দোষের কিছু নয় । কিন্তু উনাকে নিয়ে ঘুরতে যাওয়া, এক রিকশায় বসে প্রেমের গল্প করা, হাত ধরে হাটা এগুলো আমাদের ধর্ম কখনো সমর্থন দেয় না ।
একজনকে ভালোবাসলে সে যদি তাকে না পায় সে তার পরেও সারা জীবন ভালোবেসে যাবে । সে কখনো বলবে না, তোমাকে যদি আমি না পাই আমি সুইসাইড করবো । কারণ ভালোবাসা হচ্ছে সেটি যেটা কিনা মৃত্যুর আগ পর্যন্ত একজন একজনকে ভালোবেসে যাবে । এখানে কেউ কাউকে পেল না পেল সেটা বড় কথা নয় । একজন একজনকে পছন্দ করতেই পারে বিয়ের আগে কিন্তু তাদের ভালোবাসা বিয়ে পর্যন্ত যাবে কিনা তারা জানে না ।
তারপরেও তাদের উচিত হবে একজন একজনকে ভালোবেসে যাওয়া । কারণ পৃথিবীটা ভালোবাসার কারণে টিকে আছে । ভালোবাসা কখনোই দোষের কিছু না । ভালোবাসার মানুষটাকে অথবা ভালোবাসার জিনিসটাকে একবার না দেখলে বারবার মনটা ছটফট করতে থাকবে তাকে দেখার জন্য এটাই হচ্ছে ভালোবাসা ।
প্রেম জিনিসটা কি?
প্রেম হয়ে থাকে ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতিতে । আমরা প্রেম কখনোই সমর্থন করি না বিয়ের আগে। প্রেম জিনিসটা কখনোই ১০০ পারসেন্ট পজিটিভ ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই । বিয়ের আগে প্রেম আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাবে । প্রেম কখনোই চিরস্থায়ী হয় না, প্রেম হয় ক্ষণস্থায়ী । আপনি প্রেমে পড়েছেন তাহলে আপনি সবসময় তার কাছ থেকে বিভিন্ন জিনিস আবদার করতে থাকবেন।
ভালোবাসা না থাকলে কখনোই প্রেম আসে না এবং প্রেম দুই পক্ষ থেকে আসতে হয় । সেজন্য আপনাদের অবশ্যই প্রেম জিনিসটা আনতে হলে আপনাকে সর্ব প্রথম ভালোবাসা থাকতে হবে । ভালোবাসা না থাকলে আপনার কখনোই প্রেম আসবেনা । প্রেম আপনাকে স্বপ্ন দেখাবে, আপনাকে আকাশের তারা গুনতে মন চাবে । ইসলাম ধর্মে কখনোই সমর্থন করেনা বিয়ের আগের প্রেম ।
বাংলাদেশে ডিভোর্স বেড়ে যাওয়ার কারন পর্ব-১ ।। বিয়ের আগে কি করলে ডিভোর্স হবে না
তবে আমাদের ধর্মে যা বলা হয়, আপনি সর্বোচ্চ একটা মেয়েকে অথবা ছেলেকে পছন্দ করতে পারবেন বিয়ের আগে এই অধিকার আপনার রয়েছে । কিন্তু আপনি তাকে টাচ করতে পারবেননা । ভালোবাসতে পারবেন কিন্তু আপনারা বিয়ের আগে প্রেম করতে পারবেন না । কারণ প্রেম আপনাকে কখনোই চিরস্থায়ী সুখ দিতে পারেনা
Thank you Loveguru